কথায় আছে টাকা থাকলে বাজারে বাঘের চোখও কিনে যায়! এমনি একটি ঘটনা ঘটেছে চীনে। দেশটির এক ধনকুবের হি শিহুয়া ফুটবল ক্লাব জিবো চুজুকে কিন দিলেন।
হিন্দুস্তান টাইমসসহ বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।
হিন্দুস্তান টাইমস জানাচ্ছে, চীনের ওই ব্যবসায়ীর নাম হি শিহুয়া। চীনের দ্বিতীয়-ডিভিশন ফুটবল দল জিবো কুজু’র অন্যতম প্রধান শেয়ারহোল্ডার তিনি। চীনের কোটিপতিদের মধ্যে তিনি একজন। খেলাধুলাও বেশ পছন্দ করেন। টাকার ক্ষমতায় নিজের ১২৬ কিলো ওজনের ছেলেকে দলের জার্সি পরিয়ে মাঠে নামালেন। বাবার চাপাচাপির পর বদলি ফুটবলার হিসেবে দলে জায়গা হয়ে যায় ‘সুযোগ্য’ ছেলেরও। এরপর ওই খেলার ভিডিও ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে।
ভিডিওটিতে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে যে, দলের সতীর্থরা অনিচ্ছা সত্ত্বেও ১৯ বছরের এই ফুটবলারকে বল পাস করছেন। আর সেই বল ধরতে গিয়ে একেবারে নাজেহাল তার ছেলে! দল ও কোচের অনিচ্ছা থাকা সত্ত্বেও নিজের ইচ্ছা পূরণ করতে দলকে সমস্যায় ফেল দিলেন ওই ফুলবলপ্রেমী।
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, মে ২৫, ২০২১
এএটি
You know that businessman that just bought a Chinese second tier football team and made them put his son on?
— Cook (@NUFCcook) May 19, 2021
Here are his lads highlights ?? pic.twitter.com/Xt9VX7kvCW