ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অফবিট

সবচেয়ে বড় হাঁ করা মুখের টিকটক তারকা গিনেস বুকে (ভিডিও)

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, আগস্ট ১, ২০২১
সবচেয়ে বড় হাঁ করা মুখের টিকটক তারকা গিনেস বুকে (ভিডিও)

ইয়া বড় হাঁ করতে পারেন তিনি। প্রায় তিন ইঞ্চি।

পুরো একটা আপেল মুখে পুরে ফেলতে পারেন। এ কারণে সবসময় হীনমন্যতায় ভুগতেন। কিন্তু সেই হাঁ করা মুখই তাকে গিনেস বুকে জায়গা করে দিল।  

গিনেস বিশ্ব রেকর্ডের নারী ক্যাটাগরিতে সবচেয়ে বড় হাঁ করা মুখ হিসেবে জায়গা পেয়েছেন ৩১ বছর বয়সী এই মার্কিন টিকটক তারকা। তার নাম সামান্থা রামসডেল। তিনি হাঁ করে ২ দশমিক ৫৬ ইঞ্চি পর্যন্ত মুখ ফাঁকা করতে পারেন।  

এই বিশাল মুখের জন্যই টিকটকে সামান্থার ফলোয়ার ১০ লাখের বেশি। মুখের ফাঁকার মধ্যে একটা আস্ত আপেল পুরে ফেলতে পারেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের বেশকিছু ভিডিও আপলোড করেছেন তিনি।

মুখের ফাঁকা মাপতে সামান্থা স্থানীয় দাঁতের চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন। তার সঙ্গে গিনেস বিশ্ব রেকর্ডের একজন বিচারক ছিলেন। তার উপস্থিতিতেই ড. এলকে চ্যাং ডিজিটাল ক্যালিপারের সাহায্যে সামাস্থার মুখ হাঁ করার পর ঠোঁটের ওপর থেকে নিচ পর্যন্ত মাপ নেন। এরপরই গিনেস বিশ্ব রেকর্ডে অন্যদের পেছনে ফেলে ঠাঁই করে নেন সামান্থা।

তিনি বলেন, যে কারণে সবসময় হীনমন্যতায় ভুগেছি। সেটাই আমার জন্য সবচেয়ে সেরা অর্জন হয়ে দাঁড়িয়েছে।  

বর্তমানে পুরুষ ক্যাটাগরিতে সবচেয়ে বড় হাঁ করতে পারা রেকর্ডধারী হলেন যুক্তরাষ্ট্রের কিশোর আইজ্যাক জনসন। তিনি ৪ ইঞ্চি পর্যন্ত হাঁ করতে পারেন।  

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, আগস্ট ০১, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।