ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

মুক্তমত

খবর প্রকাশের আগে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: মতিউর রহমান 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
খবর প্রকাশের আগে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: মতিউর রহমান  মতিউর রহমান চৌধুরী

ঢাকা: অর্থনীতিতে মিডিয়া ট্রায়ালের প্রভাব প্রসঙ্গে দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেছেন, মিডিয়া ট্রায়াল শুধু কাউকে হেয় প্রতিপন্নই করে না, অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব নানামুখী। মিডিয়া ট্রায়ালের লক্ষ্যবস্তু যদি কোনো ব্যবসায়ী হন, তবে এটা তার ব্যবসাবাণিজ্যে ধস নামিয়ে দিতে পারে।

এতে দেশি-বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হয়। অর্থনীতিতে স্থবিরতা দেখা দেয়। অনেক মানুষ কর্মহীন হয়ে পড়ে। মিডিয়া এর দায় এড়াতে পারে না। তাই খবর প্রকাশের আগে গণমাধ্যমকেও সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। প্রকৃত সত্য খুঁজে বের করা মিডিয়ার দায়িত্ব।  

মতিউর রহমান চৌধুরী বলেন, যারা টাকা পাচার করে, ব্যাংক থেকে টাকা নিয়ে টাকা ফেরত দেয় না, যারা লুটের সঙ্গে জড়িত, তাদের বিচার অবশ্যই হতে হবে। তবে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে কারও ক্ষতি করা কাম্য নয়। আমাদের মধ্যে এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা রয়েছে। তাই অনেক সময় যাচাইবাছাই ছাড়াই সংবাদ প্রকাশ করে ফেলি। কিন্তু ওই সংবাদের প্রভাব নিয়ে ভাবি না।  

তিনি আরও বলেন, ‘ওয়ান-ইলেভেনে’র সময় আমরা মিডিয়া ট্রায়ালের পরিণতি দেখেছিলাম। দেশের ব্যবসাবাণিজ্যে ধস নেমেছিল। অনেক মানুষ কর্মহীন হয়েছিল। যদিও আখেরে দেখা যায় ব্যবসায়ীদের বিরুদ্ধে তেমন কিছুই করা হয় না বা করা যায় না। কিন্তু মিডিয়া ট্রায়ালের কারণে অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব পড়ে, তার প্রভাব বইতে হয় দীর্ঘদিন। এতে করে সৎ ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েন। নতুন কোনো ব্যবসায় তারা আগ্রহী হন না। বিদেশি বিনিয়োগকারীরা ফিরে যায়। নতুন বিনিয়োগ আসে না। অর্থনীতিতে স্থবিরতা দেখা দেয়।  

এক্ষেত্রে খবর প্রকাশে আমাদের মিডিয়াকেও সতর্ক হতে হবে। মিডিয়ার দায়িত্ব প্রকৃত সত্য খুঁজে বের করা।

সৌজন্যে: বাংলাদেশ প্রতিদিন

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৪
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।