ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

মুক্তমত

‘অথেনটিক’ খবরের জন্য ফ্যাক্ট চেকিংটা খুব গুরুত্বপূর্ণ: জাহিদ হোসেন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
‘অথেনটিক’ খবরের জন্য ফ্যাক্ট চেকিংটা খুব গুরুত্বপূর্ণ: জাহিদ হোসেন জাহিদ হোসেন

ঢাকা: বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেছেন, কিছু কিছু খবর দেখে ব্যবসায়ী বলেন আর সাধারণ মানুষ বলেন- সবাই আতঙ্কিত হচ্ছেন।  

অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, ফ্যাক্ট চেক করা উচিত।

সরকার যে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করার উদ্যোগ নিয়েছে সেখানে এসব বিষয় যুক্ত করতে হবে। সাংবাদিকরা তথ্য যেটা পাচ্ছেন সেটা চেক করা উচিত। শুধু তাই নয়, গণমাধ্যমকর্মীরা যেসব উৎস থেকে তথ্য সংগ্রহ করেন বা পেয়ে থাকেন, সেই সব প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য নিতে হবে।  

সোশ্যাল মিডিয়ার খবর প্রসঙ্গে তিনি বলেন, আমি সোশ্যাল মিডিয়া খুব একটা দেখি না। অনেক খবর আসে, যার কোনো ভিত্তি নেই, সেই ধরনের খবর দেওয়া হয়। যেভাবে পরিবেশনটা করা হয়, দেখে মনে হয়, খুবই ‘অথেনটিক’। তিনি আরও বলেন, প্রিন্ট মিডিয়ার নির্ভরযোগ্যতা বেটার। মিডিয়াকে মানুষ সিরিয়াসলি নেবে কখন? যখন দেখবে তারা যে খবরগুলো দেয় সেগুলো বানানো নয়। এগুলোর একটা বস্তুনিষ্ঠ ভিত্তি আছে। আমি যদি বারবার দেখি, কোনো মিডিয়ায় বারবার কুৎসা রটানো হচ্ছে। সত্যতার কোনো ভিত্তি নেই। তাহলে তো আলটিমেটলি সেই মিডিয়ার প্রতি কেউ আস্থা রাখবে না। তারা গ্রাহক ও দর্শক হারাবে।  

অর্থনীতিবিদ জাহিদ হোসেন আরও বলেন, ব্যবসায়ী বলেন আর সাধারণ মানুষ বলেন- সবাই কোনো একটি খবর দেখে আতঙ্কিত হচ্ছে। তাই ফ্যাক্ট চেকিংটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদেরও মিডিয়ায় কোনো রিপোর্ট দেখে বিভ্রান্ত না হয়ে ফ্যাক্ট চেকিংটা করে নিতে হবে।

সৌজন্যে: বাংলাদেশ প্রতিদিন

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৪
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।