ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

মুক্তমত

ছহি এরশাদনামা

অজয় দাশগুপ্ত | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৪
ছহি এরশাদনামা

এরশাদ তো একদা একটা করিলো ভীষণ পণ
যে করেই হোক ঠেকাবেন তিনি দেশের নির্বাচন

বলিলেন তিনি এ নহে কাহিনী আগেকার ফাঁকা বুলি
প্রয়োজনে আমি নিজেই করিবো পিস্তলহীন গুলি

নিজের খুলি নিজে উড়াবেন? দেখিয়া নতুন ফাঁপড়
আগেভাগে তাই কাটিয়া পড়িলো বন্ধুটি কাজী জাফর

সরকার কহে করো কী? করো কী ? ওহে এরশাদ লাল
গাড়ি তৈরি বিছানা তৈরি— তৈরি হাসপাতাল

বিরোধীদল তো সাহস যোগালো ‘এরশাদ লাল ব্রেভো’
জামাতিরা কয় চাঁদার টাকা দ্বিগুণ করিয়া দেবো

গুপ্তচররা চোরা হেসে কয় তাহারে যাবে না ছোঁয়া
জেনারেল হাসে, আছে না মাথায় তেঁতুল বাবার দোয়া?

লাফাইয়া ওঠে নানা মিডিয়া গলায় মত্যাহার
এরশাদ লাল ঘোষণা দিলেন পত্র প্রত্যাহার

যেই কথা সেই কাজ তার? নড়ে না সে এক চুল
বোকারা কহিলো প্রত্যাহার আর তাহার তারিখ ভুল

এরশাদ লাল টিকিয়া রহিলো আর বাকি যারা বোকা
এখন তাহারা টের পাইতেছে কাহাকে যে বলে ধোঁকা

শপথ নিলেন চোরাগোপ্তা বানালো যখন সরকার
সব জায়গাতে এরশাদ লাল যখন যেখানে দরকার

ভগবান তুমি যুগে যুগে দেখি পাঠাও এমন ভূত!
কাল যিনি গুলি খাবার কথা আজ তিনি রাজদূত

ইহাকেই বলে আহলিয়া যুগ ইহাকেই কলিকাল
যুগ যুগ তুমি জিন্দা রহো ওহে এরশাদ লাল

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৪
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।