ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

মুক্তমত

অপুষ্যি ।। হোসাইন মোহাম্মদ জাকি

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, জুলাই ২২, ২০১৪
অপুষ্যি ।। হোসাইন মোহাম্মদ জাকি

নয়টা-পাঁচটা অফিস করি
একই পদে গড়াগড়ি
উনিশ বছর জড়াজড়ি
ডিজিটাল বাংলাদেশ গড়ি।

পাবলিক বাসে ঘুরি ফিরি
তবুও সুখ করি ফেরি
জিকির আজকার সদাই করি
নিয়ম মেনে কড়াকড়ি।



পেছন পেছন বাক্য ব্যয়
দ্যাখ সরকারি চাকর যায়
যা পায় তা লুটে-পুটে খায়।

পেটতো আমার চলে না
ধার-দেনা আমায় ছাড়ে না।
মধ্য-মাসে পকেট হাসে
পাওনাদারে নিত্য আসে।

উন্মাদ বৈ আমি আর— কিছু না
উপরি-টুপরি'র ধার ধারি না।
নীতিবাগীশ, বাক্যবাগীশ
সবাই বলে আমি খবিশ।
ইহকালের হিসাবকিতাব খোঁজ রাখি না।

আর পারি না বাঁচতে চাই
কামাই-রুজি করতে চাই।
বিবেক তুমি যতই ধরো
লাথি তোমায় মারবো সরো।

বোধ-বুদ্ধির দিব বলি
তখন শুধুই জল-কেলি।
অর্থকড়ির সাথে হবে নিত্য রতি
বিদায় তোমায় দেব সতী
তখন আমি মহারথী।

একটু-আধটু এধার করি, ওধার করি
তাও কি পারি বলিহারি?

হলো না ভাই, হলো না
আড়ি দেয়া হলো না।
বিবেক আমায় তাড়া করে
দিনকে দিন আরও নড়বড়ে।

বউসহ তাই সবাই বলে,
আমি নিছক নস্যি।
চিরকাল তাই রয়ে গেলাম,
তৃতীয় শ্রেণীর এক অপুষ্যি।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জুলাই ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।