ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

মুক্তমত

শিক্ষিত-দায়িত্বশীল মেয়র চান কটিয়াদীর অমিত

কটিয়াদী থেকে অমিত বণিক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
শিক্ষিত-দায়িত্বশীল মেয়র চান কটিয়াদীর অমিত

পৌর মেয়র হিসেবে কটিয়াদী বাসী চাই একজন শিক্ষিত মুখ, যিনি দায়িত্বশীলতা ও জবাবদিহিতার পরিচয় দিবেন। এমন পৌরপিতা যিনি দল ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার হয়ে কাজ করবেন এবং পৌরবাসীর সুখে-দুঃখে পাশে দাঁড়াবেন।



যিনি গড়ে তুলবেন একটি পরিষ্কার, দুর্নীতি ও সংঘাতমুক্ত পৌরসভা। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে নিয়ে যাবেন কটিয়াদীকে। যেখানে থাকবে কম্পিটার, ইন্টারনেটসহ সব ধরনের প্রযুক্তিগত সুবিধা। গড়ে তুলবেন যানজট ও জলাবদ্ধতাহীন শহর।

শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করবেন। নতুন নতুন স্কুল-কলেজ গড়ে তুলবেন। পৌরবাসীর পানীয় জলের সুব্যবস্থা করবেন। পয়ঃনিষ্কাশন, পরিচ্ছন্নতার বিষয়ে যার থাকবে দৃঢ় পদক্ষেপ। পৌরবাসীর চিকিৎসার জন্য নগর স্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলবেন।

আমরা সাধারণ জনগণ এমন ব্যক্তিকেই পৌরপিতা হিসেবে আশা করি।

নাম: অমিত বণিক
পেশা: বেসরকারী চাকরি
পৌরসভা: কটিয়াদী
জেলা: কিশোরগঞ্জ।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
এসএস

** অলস-অহংকারী মেয়র চান না লাকসামের রবিন
** কেমন মেয়র চাই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।