ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অন্যান্য দল

নন্দীগ্রামে ছাত্র জনতার সমাবেশ

বগুড়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
নন্দীগ্রামে ছাত্র জনতার সমাবেশ

বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার চাকলমা বাজার এলাকায় ছাত্র জনতার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

 
বুধবার (৩০ মার্চ) বিকেলে উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান আলীর সভাপতিত্বে এ সমাবেশের আয়োজন করা হয়।


 
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
 
এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আবদুল হাদী বাদল, রেজাউদ্দৌলা ববি, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন বকুল, প্রচার সম্পাদক ফিরোজ কামাল ফারুক, ইউপি সদস্য আশরাফ আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, সমাজ সেবক ইদ্রিস আলী, শিক্ষক আনোয়ার হোসেন, ওবায়দুল হক, ইউসুব আলী, আজিজার রহমান প্রমুখ।
 
এর আগে প্রধান অতিথি চাকলমা বাজারে সাকসেস কোচিং সেন্টারের উদ্বোধন করেন।
 
বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
এমবিএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ