বগুড়া: চট্টগ্রাম জেলার বাঁশখালীতে পুলিশি হামলার প্রতিবাদে এবং চারজনের মৃত্যুর বিচারের দাবিতে বগুড়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের-বাসদ নেতাকর্মীরা।
বুধবার (৬ এপ্রিল) দুপুরে শহরের সাতমাথা এলাকায় বাসদের জেলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলামের সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে জেলা বাসদের সদস্য সচিব সাইফুজ্জামান টুটুল, সদস্য মাসুদ পারভেজ, শহিদুল ইসলাম, কিবরিয়া হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, চট্টগ্রামের বাঁশখালীতে তাপ-বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রতিবাদ জানিয়ে গ্রামবাসীর আন্দোলনে পুলিশ হামলা চালিয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।
এসময় হত্যাকাণ্ডের বিচার এবং কৃষি জমিতে তাপ-বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ চুক্তি বাতিলের দাবি জানান তারা।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৬
এমবিএইচ/এটি