ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

অন্যান্য দল

বিএনপির হাতেই জঙ্গিবাদের উত্থান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
বিএনপির হাতেই জঙ্গিবাদের উত্থান ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: বিএনপির হাত ধরেই বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তিনি বলেন, রাজাকার ও জামায়াতের সহায়তায় বিএনপি দেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে চেয়েছিল।

তাই খালেদা জিয়া যতদিন জামায়াতের সঙ্গে থাকবে, ততদিন বাংলাদেশ হুমকির মুখে থাকবে।
 
শনিবার (৩০ এপ্রিল) বিকেলে গোপালগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জেলা জাসদের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বিগত ৭ বছরে দেশের বিস্ময়কর উন্নতি হয়েছে। এ উন্নয়নের সুফল যাতে সবাই পায় ও উন্নয়নের যাতে সুষম বন্টন হয় এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

গোপালগঞ্জ জেলা জাসদের সভাপতি শেখ মাসুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, জেলা জাসদের সহ সভাপতি স ম বাবুল হক, সাধারণ সম্পাদক সাইফুর রহমান আছাব চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান, সদর থানা সভাপতি শেখ মহব্বত ই এলাহী, সংকর দাস প্রমুখ।
 
এ সময় বরিশাল বিভাগীয় তথ্য অফিসার আমীরুল আযম, গোপালগঞ্জ জেলা তথ্য অফিসার সাদরিল উলাহ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ