ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

অন্যান্য দল

রংপুরে ৩ জামায়াত কর্মীসহ আটক ২৫৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, মে ২, ২০১৬
রংপুরে ৩ জামায়াত কর্মীসহ আটক ২৫৫

রংপুর: নাশকতার অভিযোগে ও বিভিন্ন মামলায় রংপুরে তিন জামায়াত কর্মীসহ ২৫৫ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (০১ মে) ভোর থেকে সোমবার (২ মে) সকাল পর্যন্ত জেলার আট উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে তিন জামায়াত কর্মী রয়েছেন। তারা হলেন- মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর গ্রামের হাজী আবুল খায়েরের ছেলে আনোয়ারুল ইসলাম (৩৭), পীরগাছা উপজেলার জবদিগঞ্জ গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৪০)ও একই উপজেলার দেউতি গ্রামের সৈয়দ নূরির ছেলে আমিরুল ইসলাম (৪০)।

রংপুর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) বি-সার্কেল মো. সাইফুর রহমান বাংলানিউজকে জানান, অভিযান অব্যাহত থাকবে। আটক আসামিদের সোমবার সকালে আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, মে ২, ২০১৬
এএটি/কেআরএম

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ