ঢাকা: সাঁড়াশি অভিযানের নামে সরকার বিরোধীদল ও মত দমনে লিপ্ত হয়েছে বলে উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।
শনিবার (১১ জুন) ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানান।
নেতারা বলেন, জঙ্গি দমনের নামে সাঁড়াশি অভিযানে ক্রসফায়ার ও বন্দুকযুদ্ধের ঘটনা বেড়ে গেছে। গত কয়েকদিনে নয়জন ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। সরকার জঙ্গি নির্মূলের নামে যে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে তা মূলত বিরোধীদল ও বিরোধীমত নিধন অভিযান। এভাবে অভিযানের নামে সরকার জনগণের আন্দোলনকে দমিয়ে রাখতে পারবে না।
সরকার বিরোধীমতকে সহ্য করতে পারে না মন্তব্য করে গানি ও গোলাম মোস্তফা বলেন, এই অবৈধ সরকারের বিরোধিতার কারণে সাংবাদিক শফিক রেহমন, মাহমুদুর রহমান, শওকত মাহমুদ, রাজনীতিক মাহমুদুর রহমান মান্নাসহ বিরোধীদলের হাজার হাজার নেতা-কর্মীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, জুন ১১, ২০১৬
আইএ