ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অন্যান্য দল

ছাত্রমৈত্রীর নেতাকর্মীর উপর হামলা, রাবিতে বিক্ষোভ

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, জুন ১১, ২০১৬
ছাত্রমৈত্রীর নেতাকর্মীর উপর হামলা, রাবিতে বিক্ষোভ

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিপ্লবী ছাত্রমৈত্রীর নেতাকর্মীর উপর হামলার প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রজোট।

শনিবার (১১ জুন) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে ফের গ্রন্থাগারের পেছনে গিয়ে সমাবেশ করে।

এসময় বক্তব্য রাখেন রাবি ছাত্র ফেডারেশনের সভাপতি কিংশুক কিঞ্জল, রাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মিনহাজুল আবেদীন প্রমুখ।

বক্তারা ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার নিন্দা ও প্রতিবাদ জানান এবং জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জুন ১১, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ