ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

অন্যান্য দল

বগুড়ায় হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের ইফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
বগুড়ায় হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের ইফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়া জেলা হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৩০ জুন) বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য (এমপি) রেজাউল করিম তানসন।

জেলা হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোমিন মন্ডলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আশরাফুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এমদাদুল হক ইমদাদ।

ইফতার অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব রেজাউল করিম সরকার রবিন, জেলা শ্রমিক নেতা মকবুল হোসেন, আনছার আলী, আব্দুল লতিফ বাচ্চু, শিপু মন্ডল, মঞ্জুর হোসেন চমন মাহবুব, রায়হান প্রমুখ।

এছাড়া জাসদ, যুবজোট, ছাত্রলীগ, জেএসডি, বেকারি, সেলুন, টিঅ্যান্ডটিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
এমবিএইচ/জিসিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ