ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

অন্যান্য দল

পীরগঞ্জে জিহাদি বইসহ জামায়াত নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
পীরগঞ্জে জিহাদি বইসহ জামায়াত নেতা গ্রেফতার

রংপুর: রংপুর জেলার পীরগঞ্জে বিপুল পরিমাণ জিহাদি বইসহ আবুল খায়ের (৩৭) নামে জামায়াতের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (১২ জুলাই) সকাল ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

আবুল খায়ের পীরগঞ্জে উপজেলার চৈত্রকোল ইউনিয়নের সাল্টিহাট সাদুল্যাপাড়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে জিহাদি বই, চাঁদা আদায়ের রশিদ, বিভিন্ন সরঞ্জামসহ জামায়াতের দাপ্তরিক কাগজপত্র জব্দ করা হয়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বাংলানিউজকে জানান, আবুল খায়েরের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা রয়েছে।

আদালতের মাধ্যমে তাকে রংপুর জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি রেজাউল করিম।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
জিমিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ