ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অন্যান্য দল

গুলশান-শোলাকিয়ায় হামলার প্রতিবাদে বগুড়ায় বাম মোর্চার মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৬
গুলশান-শোলাকিয়ায় হামলার প্রতিবাদে বগুড়ায় বাম মোর্চার মানববন্ধন

বগুড়া: গুলশান ও শোলাকিয়ায় হামলাসহ সারাদেশে গুপ্তহত্যা এবং বন্দুকযুদ্ধের প্রতিবাদে বগুড়ায় গণতান্ত্রিক বাম মোর্চার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
 
বুধবার (১৩ জুলাই) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের সাতমাথা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।


 
কর্মসূচিতে বক্তব্য রাখেন, বাসদের জেলা শাখার সমন্বয়ক কমরেড সামসুল আলম দুলু, আমিনুল ইসলাম, শীতল সাহা, আব্দুর রশীদ প্রমুখ।
 
বক্তারা সন্ত্রাসী ও জঙ্গিবাদী গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
 
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৬
এমবিএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ