ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অন্যান্য দল

রাজশাহীতে জামায়াত-শিবিরের ৭ কর্মীসহ আটক ৪৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৬
রাজশাহীতে জামায়াত-শিবিরের ৭ কর্মীসহ আটক ৪৬

রাজশাহী: রাজশাহীতে জামায়াত-শিবিরের সাত কর্মীসহ ৪৬ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১২ জুলাই) দিনগত রাত ১২টা থেকে বুধবার (১৩ জুলাই) ভোর ৬টা পর্যন্ত মহানগরীর চার থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে এ অভিযানে তাদের আটক করা হয়।

বুধবার (১৩ জুলাই) রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও রাজপাড়া জোনের সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম এক সংবাদ বিজ্ঞাপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

আটকরা হলেন- রাজশাহী মহানগরীর তালাইমারী এলাকার অধিবাসী বেলাল হোসেন (৫৭), মহানগরীর কাশিয়াডাঙ্গা উত্তরপাড়া এলাকার মৃত নূরুল হুদার ছেলে আকতারুজ্জামান (৩৪), মহানগরীর দরগাপাড়া এলসকার ইদ্রিস আলীর ছেলে ইমরুল হোসেন (২৩), চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দনিয়ালগাছী গ্রামের মাহবুল আলমের ছেলে পরশ আলম (২২), নওগাঁ জেলার গোপালপুর গ্রামের আব্বাস আলীর ছেলে হারুন অর রশিদ (২৬), চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সদাশিবপুর গ্রামের মাহবুল ইসলামের ছেলে আব্দুল রাকিব (২৫) ও নওগাঁ জেলার মান্দা উপজেলার শিলগ্রামের খুশবর আলীর ছেলে আ. হান্নান (২৩)। তারা সবাই জামায়াত-শিবিরের নেতাকর্মী।

সিনিয়র সহকারী কমিশনার বলেন, বুধবার দুপুরে তাদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এছাড়া আটকদের মধ্যে বোয়ালিয়া মডেল থানার সাতজন, রাজপাড়া থানা ১৮ জন, মতিহার থানা ১১ জন, শাহ মখদুম থানা তিনজনকে আটক করে। তাদের মধ্যে মাদক বিক্রেতা, সন্ত্রাসী ও ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে বলে জানান ইফতে খায়ের আলম।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৬
এসএস/জিসিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ