ঢাকা, মঙ্গলবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

অন্যান্য দল

রানীনগরে ককটেলসহ ২ জামায়াত নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৫, জুলাই ১৪, ২০১৬
রানীনগরে ককটেলসহ ২ জামায়াত নেতা আটক ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: নওগাঁর রানীনগর উপজেলা জামায়াতের রোকনসহ দুই নেতাকে জিহাদি বই ও তিন ককটেলসহ আটক করেছে পুলিশ।

বুধবার (১৩ জুলাই) রাত ৮টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, রানীনগর উপজেলার বালুভরা গ্রামের বাসিন্দা ও উপজেলা জামায়াতের রোকন শরীফুদ্দিন (৪৫) ও পাশের মরুপাড়া  গ্রামের বাসিন্দা জামায়াত নেতা আব্দুল কাহার (৪০)।

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সন্ধ্যায় শরীফুদ্দিন তার বাড়িতে আব্দুল কাহারসহ বেশ কয়েকজনকে নিয়ে বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। অন্যরা পালিয়ে যায়।

এ সময় সেখান থেকে কিছু জিহাদি বই ও তিনটি ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হবে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ