রাজশাহী: রাজশাহীর বাগমারা উপজেলার পৃথকস্থানে অভিযান চালিয়ে এক জেএমবি সদস্য ও দুই শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ জুলাই) ভোরে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে দুপুরে সাংবাদিকদের বিষয়টি জানিয়েছে বাগমারা থানা পুলিশ।
আটকরা হলেন- রাজশাহীর বাগমারা উপজেলার পলাশী গ্রামের বাসিন্দা জেএমবি সদস্য মামুন মহুরী (৪৮), বাগমারা উপজেলা শিবিরের সাবেক সভাপতি ও পুঠিয়া উপজেলার হাড়োগতি গ্রামের মফিজ উদ্দীনের ছেলে কোরবান আলী (২৬) এবং পার্শ্ববর্তী দুর্গাপুর উপজেলার ইউসুফপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে শিবির কর্মী শফিকুল ইসলাম (২৭)।
রাজশাহীর বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন বাংলানিউজকে বলেন, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য মামুন মহুরীকে পলাশী গ্রামে অভিযান চালিয়ে আটক করে পুলিশ। এছাড়া ভবানীগঞ্জ বাজার এলাকা থেকে আরও দু’শিবির কর্মীকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান ওসি সেলিম।
বাংলাদেশ সময়: ১৬০১২ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
এসএস/জিসিপি/বিএস