ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অন্যান্য দল

পলাশবাড়ীতে ‘আল্লাহ্ দলের’ নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
পলাশবাড়ীতে ‘আল্লাহ্ দলের’ নেতা আটক

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় আল্লাহ্ দলের নেতা মান্না মিয়া ওরফে ইমাম বিপুলকে (২৬) আটক করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে উপজেলার মহদীপুর ইউনিয়নের মহদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে গোপন বৈঠক করার সময় তাকে আটক করা হয়।

আল্লাহ্ দলের রংপুর অঞ্চলের ইমাম ও নীলফামারী অঞ্চলিক শাখার নায়ক মান্না সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের মহিপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, মান্না মিয়া ওরফে ইমাম বিপুল নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহ্ দলের’ সদস্য। নাশকতার পরিকল্পনা করার জন্য তিনি বৈঠক করছেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তবে তার সহযোগিরা পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
জিসিপি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ