সাভার (ঢাকা নর্থ): ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার বলেছেন, ‘দেশ সংকটকালীন একটা সময় অতিক্রম করছে। আশপাশেই জঙ্গিরা ঘাপটি মেরে বসে আছে।
শুক্রবার (২২ জুলাই) বিকেলে সাভারে ছাত্র ইউনিয়নের আয়োজনে এসএসসি পরীক্ষা উত্তীর্ণদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
গণজাগরণ মঞ্চের সংগঠক লাকী আক্তার সরকারের সমালোচনা করে বলেন, ‘সরকার একদিকে কথার ফুলঝুরি ফোটাচ্ছে, অন্যদিকে ক্রমাগত হামলা হচ্ছে। এভাবে দেশ চলতে পারে না। ’
জনগণের নিরাপত্তা দিতে না পারলে রাষ্ট্রক্ষমতা থেকে সরে দাঁড়ানো উচিত বলেও মন্তব্য করেন তিনি।
ভাষাসৈনিক জয়নাল আবেদীন খান বলেন, ‘সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে পড়েছে সর্বত্র। এ থেকে মুক্তি পেতে ৫২ ও ৭১-এর মতো প্রতিরোধ গড়ে তুলতে হবে। ’
সাভার গার্লস স্কুল মিলনায়তনে ঢাকা জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সার্জিন শরীফের সভাপতিত্বে ও ঢাকা জেলা সংসদের সাধারণ সম্পাদক কাজী রিতার পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শফিউদ্দিন, সিপিবি ঢাকা কমিটির নেতা আজম খান বাবু, স্থানীয় মহিলা পরিষদ সভাপতি পারভিন ইসলাম, জাবি ছাত্র ইউনিয়ন সভাপতি দ্বীপাঞ্জন সিদ্ধান্ত কাজল প্রমুখ।
আলোচনা শেষে স্থানীয় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে সংবর্ধনা দেয়া ছাড়াও সাভার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষ রোপণ করেন ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
জিসিপি/আরআই