রাজশাহী: রাজশাহী মহানগরীর কয়েকটি থানা এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৮ কর্মীসহ ৪০ জনকে আটক করেছে নগরীর চার থানা ও গোয়েন্দা পুলিশ।
শনিবার (২৩ জুলাই) রাত ৯টা থেকে রোববার (২৪ জুলাই) সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে বিভিন্ন মামালায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
রোববার (২৪ জুলাই ) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও রাজপাড়া জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) ইফতে খায়ের আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বিশেষ অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানায় ১৫ জন, রাজপাড়া থানায় ১২ জন, মতিহার থানায় ৫ জন, শাহমখদুম থানায় ৩ জন এবং ডিবি পুলিশ ৫ জনকে আটক করে।
আটকদের মধ্যে ৮ জন জামায়াত-শিবিরের কর্মী, ১৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১ জন মাদক বিক্রেতা এবং ১৪ জন মাদকসেবী ও অন্যান্য মামলার আসামি।
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
এসএস/জিসিপি/বিএস