ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অন্যান্য দল

মাগুরায় শিবির নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
মাগুরায় শিবির নেতা আটক

মাগুরা: মাগুরা শহরের দোয়ারপাড়া এলাকা থেকে আল-আমিন (২২) নামে শিবিরের এক নেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৭ জুলাই) রাত ৮টার দিকে জামায়াত পরিচালিত ‘আল-আমিন ট্রাস্ট’র সামনে থেকে তাকে আটক করা হয়।

পরে তার দেওয়া তথ্য অনুযায়ী আল-আমিন ট্রাস্ট থেকে জিহাদি বই, সিডি ও জঙ্গি তৎপরতার তথ্য সম্বলিত কাগজপত্র উদ্ধার করা হয়।

আটক আল-আমিন জেলা শিবিরের সদস্য ও মহম্মদপুর উপজেলার রায়পুর গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি  মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা বাংলানিউজকে জানান, আল-আমিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
এসআর/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ