ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অন্যান্য দল

তালা জামায়াত-শিবিরের ১৬ নেতা-কর্মী গ্রেপ্তার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৯ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
তালা জামায়াত-শিবিরের ১৬ নেতা-কর্মী গ্রেপ্তার

তালা (সাতক্ষীরা): গোপন বৈঠকের সময় সাতক্ষীরার তালা উপজেলার জামায়াত-শিবিরের ১৬ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা নাশকতার প্রস্তুতি নিচ্ছিল বলে জানান তালা থানার ওসি।

বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে  উপজেলার সুজনশাহা বাজারের জামায়াত নেতা কাইয়ুম ডাক্তারের ঘরে গোপন বৈঠক চলাকালে তালা থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।  

গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার সুজনশাহা গ্রামের মোজাম্মেল হকের ছেলে মো. আব্দুল কাইয়ুম (৩২), মো. আব্দুল হাই (৪৫), নাংলা গ্রামের সামসুর রহমানের ছেলে রবিউল ইসলাম (৩৫),  রওশন আলীর ছেলে শরিফুল ইসলাম (২৫),  আবুল হোসেন সরদারের ছেলে হাসেম আলি (৩০),  আব্দুল অহাবের ছেলে শাহিনুর ইসলাম সরদার (৩৭),  মুক্তার সরদারের ছেলে মো. আহাদ সরদার (২৪),  জনাব আলির ছেলে আলি হোসেন খাঁ (৪৫),  নিজাম উদ্দীনের ছেলে শাওন শেখ (১৮),  আমজেদ সরদারের ছেলে তবিবুর রহমান (২০),  শামসুর রহমানের ছেলে তানভির হোসেন (১৯),  শাহিন সরদারের ছেলে রিপন (১৯), শাহাজান সরদারের ছেলে জাহিদুল ইসলাম (২১),  সামাদ সরদারের ছেলে রহমান সরদার (২১),  পরানপুর গ্রামের মোমিন সরদারের ছেলে আব্দুর রউফ (৩৫) ও ইব্রাহিম শেখের ছেলে আবু রায়হান (৩৪)।  

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছগির মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, তারা একত্রিত হয়ে নাশকতার প্রস্ততি নিচ্ছিল।   এসময় তাদের গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সময়: ০২১২ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ