ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি পালন করছে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ।
সোমবার (০১ আগস্ট) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়।
এতে প্রধান অতিথি ছিলেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান ফিজার। আর কর্মসূচির উদ্বোধক ছিলেন সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট নুরজাহান বেগম মুক্তা।
সংগঠনের সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিষদের উপদেষ্টা পুলিশের সাবেক ডিআইজি মো. তোফাজ্জল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীসহ অন্যদের মধ্যে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ প্রকাশিত কবি মো. খাদেমুল ইসলাম রচিত ‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনা তুমি বাঙালির অহংকার’ শীর্ষক বই বিতরণ করা হয়।
পরে ফাতেহা পাঠ, আলোচনা, র্যালি ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা শেষে দেশ-জাতির সমৃদ্ধি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ অন্যান্য শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন পরিষদের সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল।
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৬
এসএস/এমএ