ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অন্যান্য দল

গঙ্গাচড়ায় শিবির নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৬
গঙ্গাচড়ায় শিবির নেতা গ্রেফতার

রংপুর: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় অভিযান চালিয়ে মামলার চার্জশিটভুক্ত আসামি শিবিরের সুরা সদস্য গোলাম রব্বানীকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (০৩ আগস্ট) সকালে উপজেলার ভুটকা গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সে ওই গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিন্নাত আলী বাংলানিউজকে জানান, গ্রেফতার গোলাম রব্বানী বিভিন্ন নাশকতা মামলার চার্জশিটভুক্ত আসামি। দীর্ঘদিন পলাতক থাকায় তাকে গ্রেফতার করা যায়নি। বুধবার সকালে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

তাকে সকাল ১০টার দিকে আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৬
এইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ