ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অন্যান্য দল

গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৬
গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ

ঢাকা: গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন।

রোববার (৭ আগস্ট) টিসিবি অডিটোরিয়ামে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) গ্যাসের দাম বৃদ্ধি সংক্রান্ত আবেদনের বিষয়ে গণশুনানির শুরু হয়।

এর পরপরই গণসংহতি আন্দোলনে পক্ষ থেকে টিসিবি ভবনের সামনেই বিক্ষোভ শুরু করে।

এ সময় বিক্ষোভকারীরা বলেন, ব্যবসায়ীদের পকেট কেটে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস (এলএনজি) ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা চলবে না। গ্যাসের দাম বৃদ্ধি মানা হবে না, মানবো না বলে স্লোগান দেয়।

এদিকে ভেতরেই শুনানিতে অংশ নেয় সংগঠনটির সমন্বয়কারী জুনায়েদ সাকি।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আয়োজিত শুনানিতে বিচারকের আসনে ছিলেন কমিশনের চেয়ারম্যান এ আর খান, সদস্য মাকসুদুল হক ও রহমান মুরশেদ।

আর প্রস্তাবকারী পক্ষে ছিল জিটিসিএল। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক  মাহবুব সারওয়ার, পরিচালক (অর্থ) শরিফুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জিটিসিএলের পক্ষ থেকে প্রতি ঘনমিটার গ্যাসের সঞ্চালন ট্যারিফ ০.১৫৬৫ থেকে বাড়িয়ে ন্যূনতম ০.৩৬৬৫ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়। অর্থাৎ .২১ টাকা বৃদ্ধির প্রস্তাব করে সংস্থাটি।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৬
এমএফআই/জিসিপি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ