ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অন্যান্য দল

পাটগ্রাম উপজেলা শিবির সভাপতি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
পাটগ্রাম উপজেলা শিবির সভাপতি গ্রেফতার

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা শিবিরের সভাপতি সোহেব আহম্মেদকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১২ আগস্ট) মধ্যরাতে উপজেলার জগতবেড় ইউনিয়নের ভেরভেরিরহাট গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

তিনি ওই গ্রামের আফছার আলীর ছেলে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) অবিনীশংকর কর বাংলানিউজকে জানান, লালমনিরহাট সদর ও পাটগ্রাম থানায় পৃথক দুই নাশকতা মামলায় সোহেব আহম্মেদ দীর্ঘদিন পলাতক ছিলেন। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, জেলার ৫টি থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ২৬ জনকে গ্রেফতার করেছে।
 
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ