ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অন্যান্য দল

রামপালের চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
রামপালের চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

রংপুর: রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ চুক্তি বাতিলের দাবিতে রংপুর কারমাইকেল কলেজ শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (১৩ আগস্ট) রংপুর মহানগরীর লালবাগ এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের ঐতিহ্য সুন্দরবনের পাশে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ চুক্তি সম্পন্ন করেছে সরকার। এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ হলে সুন্দরবনের প্রাণী, উদ্ভিদ, নদী-নালা ও কয়েক লাখ মানুষের জীবন যাত্রা হুমকির মুখে পড়বে।

এ সময় বক্তারা সুন্দরবন বিনাশী রামপাল বিদ্যুৎকেন্দ্র চুক্তি বাতিলের জোর দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন- রংপুর জেলা সমন্বয়ক কমরেড আব্দুল কুদ্দুস, ছাত্র ফ্রন্টের কলেজ শাখার সাধারণ সম্পাদক জনক রায়, ছাত্র ফ্রন্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি যুগেশ ত্রিপুরা, কারমাইকেল কলেজ শাখার সহ-সভাপতি আশিকুল ইসলাম তুহিন, সাংগঠনিক সম্পাদক গোলাপী বেগম, অর্থ সম্পাদক মৌসুমী আক্তার মৌ, কারমাইকেল কলেজের ছাত্র রাশিক, দীপ্ত প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা আগস্ট ১৩, ২০১৬
জিসিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ