ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অন্যান্য দল

সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলের আহ্বান ওয়ার্কার্স পার্টির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলের আহ্বান ওয়ার্কার্স পার্টির ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর শাখা।

বুধবার (১৭ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়।

১৯৯২ সালের ১৭ আগস্ট ওয়ার্কার্স পার্টির ‍কার্যালয়ের সামনে দলের নেতা রাশেদ খান মেননকে হত্যাচেষ্টার বিচার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস চিরতরে এ দেশ থেকে নির্মূল করতে হবে। সরকার জঙ্গিবাদের বিরুদ্ধে যে ভূমিকা পালন করছে তা দেশ-বিদেশে সমাদৃত হয়েছে। একটি উন্নত সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার।  

অচিরেই এ দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

বক্তারা বলেন, ১৯৯২ সালের ১৭ আগস্ট ওয়ার্কার্স পার্টির অফিসের সামনে রাশেদ খান মেননকে গুলি করে হত্যার চেষ্টা করে সন্ত্রাসীরা।  এ হত্যাচেষ্টার দ্রুত বিচার করতে হবে।

ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড আবুল হোসাইনের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড আহমদ বকুল, কামরুল আহসান, মুর্শিদা আখতার, মোতাসিম বিল্লাহ সানী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
এএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ