ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অন্যান্য দল

বগুড়ায় জামায়াত-শিবিরের ১৪ নেতা-কর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬
বগুড়ায় জামায়াত-শিবিরের ১৪ নেতা-কর্মী আটক

বগুড়া: বগুড়া শহর এলাকায় অভিযান চালিয়ে শহর শিবিরের প্রকাশনা সম্পাদক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ও কাহালু উপজেলা সদর ইউনিয়নের সভাপতিসহ ১৪ জামায়াত-শিবিরের নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে পাঁচটি চাপাতি ও বিপুল পরিমাণ জিহাদি বই জব্ধ করা হয়।

শুক্রবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় জেলার মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি, বি-সার্কেল) গাজিউর রহমান বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।

গোপন সংবাদের ভিত্তিতে শহর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান পুলিশের ঊর্ধ্বতন ওই কর্মকর্তা। তবে তিনি আটকদের নাম-পরিচয় জানাতে পারেননি।

আটকদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে বলেও জানান গাজিউর রহমান।  
 
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬
এমবিএইচ/জিসিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ