ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অন্যান্য দল

রংপুরে জামায়াত নেতাসহ গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
রংপুরে জামায়াত নেতাসহ গ্রেফতার ২

রংপুর: রংপুরে অভিযান চালিয়ে মামলার চার্জশিটভুক্ত আসামি জামায়াতের ইউনিয়ন আমিরসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

রোববার (২৮ আগস্ট) দুপুর ২টার দিকে গঙ্গাচড়া ও পীরগাছায় উপজেলা তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দু’জন হলেন- গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের মৌলবীপাড়া গ্রামের মৃত সাজিম উদ্দিনের ছেলে জামায়াতের ইউনিয়ন আমির আফাজ উদ্দিন (৪৫) ও পীরগাছার তাম্বুলপুর এলাকার মৃত নিজান উদ্দিন ছেলে জামায়াতকর্মী মাহাবুবর রহমন (৫৫)।

গঙ্গাচড়া থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিন্নাত আলী বাংলানিউজকে বলেন, গ্রেফতারকৃত আফাজ উদ্দিন আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি।

রংপুরের সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) মো. সাইফুর রহমান বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃত দু’জন আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। বিভিন্ন মামলায় তাদের নামে চার্জশিট দেওয়া হয়েছিলো। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিলেন।

দু’জনকে আদালতের মাধ্যমে রংপুর জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
জিসিপি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ