ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অন্যান্য দল

রিশা হত্যাকারীর শাস্তি নিশ্চিতে প্রতিবাদ সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৬
রিশা হত্যাকারীর শাস্তি নিশ্চিতে প্রতিবাদ সমাবেশ

ঢাকা: উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিশার হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে নারী সংহতি ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

শুক্রবার (সেপ্টেম্বর ০২) জাতীয় প্রেসক্লাবের সামনে বিকেল ৪টায় সংগঠন দুটির যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির কথা জানিয়ে রিশা হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি ও সেনানিবাসে তনু ধর্ষণ-হত্যাকারীদের চিহ্নিত করা ও ছাত্র ইউনিয়ন কর্মী আফসানার খুনের সাথে জড়িতদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৬
পিআর/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ