রংপুর: মিঠাপুকুরে অভিযান চালিয়ে মামলার চার্জশিটভুক্ত উপজেলার শিবির সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে অভিযান চালিয়ে শিবির সভাপতি ইউনুছ আলীকে (২৫) গ্রেফতার করা হয়।
ইউনুছ মিঠাপুকুর উপজেলার খোর্দ্দ শান্তিপুর গ্রামের শফিউল আলমের ছেলে।
মিঠাপুকুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. হুমায়ন কবির বাংলানিউজকে জানান, শিবির সভাপতি ইউনুছ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সকালে বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পেট্রোল বোমা হামলা ও জায়গীরহাটে রংপুর-ঢাকা মহাসড়কে বাতাসন এলাকায় বাসে অগ্নিসংযোগ করে ৬ যাত্রী নিহতের ঘটনায় তার বিরুদ্ধে মামলা ছিল। এছাড়া আওয়ামী লীগ অফিস পোড়ানো মামলার আসামিসহ তার বিরুদ্ধে ৮টি নাশকতার মামলা রয়েছে।
সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৬
জেডএস