ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

অন্যান্য দল

এখন জাতীয় নির্বাচন আলোচনার ইস্যু নয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৬
এখন জাতীয় নির্বাচন আলোচনার ইস্যু নয়

কুষ্টিয়া: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, এ মুহূর্তে জাতীয় নির্বাচন আলোচনার বিষয় নয়। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো দেশকে স্থায়ীভাবে জঙ্গিমুক্ত করা।

তিনি বলেন, যারা জঙ্গি দমনের কাজ বাদ দিয়ে জাতীয় নির্বাচনের বিষয়টি সামনে নিয়ে আসতে চাচ্ছেন, তারা জঙ্গি দমনকে ধামাচাপা দিতে চাচ্ছেন।
 
শনিবার (০৮ অক্টোবর) বেলা ১১টায় কুষ্টিয়ার পোড়াদহে ভারল স্কুল সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

ইনু বলেন, হত্যাকারী যেমন অপরাধী হত্যার পরিকল্পনাকারী, মদদদাতাও একই অপরাধে অপরাধী। খালেদা জিয়া জঙ্গিদের সমর্থন করেন, আগুন যুদ্ধ করেন।   সুতরাং মাঠে জঙ্গিদের যদি দমন করি তাহলে জঙ্গির সঙ্গী খালেদা জিয়াকে রাজনীতি থেকে বর্জনের সিদ্ধান্ত নিতে হবে।
 
এ সময় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিনসহ জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ