ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অন্যান্য দল

বাকৃবি ছাত্র ইউনিয়নের সূবর্ণ জয়ন্তী ৪ নভেম্বর

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
বাকৃবি ছাত্র ইউনিয়নের সূবর্ণ জয়ন্তী ৪ নভেম্বর  ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সংসদ ছাত্র ইউনিয়নের ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ৪ নভেম্বর সূবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী উদযাপিত হবে।
 
বুধবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বাকৃবি ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন।

এ সময় বাকৃবি ছাত্র ইউনিয়নের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সূবর্ণ জয়ন্তীতে র‌্যালি, আলোচনা সভা ও স্মৃতিচারণ এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক ড. অজয় রায়। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর ও প্রধান আলোচক থাকবেন অধ্যাপক যতীন সরকার।

বাকৃবি ছাত্র ইউনিয়নের সাবেক সদস্যরা ০১৭১১২৪৫৫৮২ নম্বরে যোগাযোগ করে আগামী ৪ নভেম্বর সকাল ১০টা পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।

১৯৬৬ সালে বাকৃবিতে যাত্রা শুরু করে ছাত্র ইউনিয়ন।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ