ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

‘বাংলাদেশ সব সময়ই সম্প্রীতির দেশ’ 

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৬
‘বাংলাদেশ সব সময়ই সম্প্রীতির দেশ’  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: `বাংলাদেশ সব সময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ’ এমন মন্তব্য করেছেন কল্যাণ পার্টির চেয়ারম্যান জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।  

শুক্রবার (০৪ নভেম্বর) বিকেলে মহাখালী ডিওএইচএস এ বাংলাদেশ কল্যাণ পার্টির কেন্দ্রীয় কমিটির সভায় তিনি মন্তব্য করেন।

 

৪ ডিসেম্বর কল্যাণ পার্টির নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিয়ে করণীয় ঠিক করতে এ সভার আয়োজন করা হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পার্টির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।  

সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনা খুবই দুঃখজনক। বাংলাদেশ সব সময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির একটি দেশ। এ সম্প্রীতি নষ্ট করার জন্য যারা দায়ী তাদের দ্রুত আইনের আওয়ায় এনে দৃষ্টান্তম‍ূলক শান্তি দিতে হবে।  

‘এ জন্যে আমাদের দোষারোপের রাজনীতি থেকেও বেরিয়ে আসতে হবে,’ যোগ করেন তিনি।  

সভায় পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান, জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট আজাদ মাহবুব, ফোরকান ইবরাহিম, এম ইলিয়াস, ভাইস চেয়ারম্যান সাহিদুর রহমান তামান্না, অ্যাডভোকেট বেনী আমিন, সৈয়দ মুহাম্মদ নজরুল ইসলাম, যুগ্ম মহাসচিব নুরুল কবির ভূঁইয়া পিন্টু, সাংগঠনিক সম্পাদক সোহেল মোল্লা, দফতর সম্পাদক আল আমিনু ভূঁইয়া রিপন, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম সরকার, প্রচার সম্পাদক এরশাদুর রহমান, মুক্তিযোদ্ধা নাজির আহম্মেদ মুক্তার, প্রফেসর মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ