ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অন্যান্য দল

খুলনায় ইসলামী আন্দোলনের বিভাগীয় মহাসমাবেশ চলছে

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
খুলনায় ইসলামী আন্দোলনের বিভাগীয় মহাসমাবেশ চলছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা বিভাগীয় মহাসমাবেশ চলছে।

 

রোববার (০৬ নভেম্বর) দুপুর ৩টায় মহানগরীর ডাক বাংলা সোনালী ব্যাংক চত্বরে এ সমাবেশ শুরু হয়।

খুলনা মহানগর ও জেলা শাখা যৌথভাবে সমাবেশের আয়োজন করেছে।

দলের খুলনা মহানগর কমিটির সহ সভাপতি শেখ মো. নাসির উদ্দিনের পরিচালনায় সমাবেশে সভাপতিত্ব করছেন মহানগর সভাপতি ও মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা অধ্যক্ষ মুজ্জাম্মিল হক। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিমের।

সমাবেশ শুরুর আগে থেকেই বিভিন্ন স্থান থেকে দলের নেতাকর্মীরা মিছিল সহকারে যোগ দিয়েছেন।

বাংলাদেশ সময়:  ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
এমআরএম/জিপি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ