ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অন্যান্য দল

জঙ্গিবাদ নির্মূলে বগুড়ায় জাসদের বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
জঙ্গিবাদ নির্মূলে বগুড়ায় জাসদের বৈঠক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জঙ্গিবাদ নির্মূল কর, জঙ্গি-সঙ্গী বর্জন ও বিচারের দাবিতে বগুড়ায় জাসদের উদ্যোগে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১২ নভেম্বর) দুপুরে শহরের সাতমাথা দলীয় কার্যালয়ে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।  

বগুড়া: জঙ্গিবাদ নির্মূল কর, জঙ্গি-সঙ্গী বর্জন ও বিচারের দাবিতে বগুড়ায় জাসদের উদ্যোগে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১২ নভেম্বর) দুপুরে শহরের সাতমাথা দলীয় কার্যালয়ে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

 

বৈঠকে সভাপতিত্ব করেন- জেলা জাসদের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন খান রতন ও অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল লতিফ পশারী ববি।

বৈঠকে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে পাকিস্তান ও জঙ্গিবাদ রাজনীতি পরাজিত হয়। পরাজিত শক্তি তাদের পরাজয় না মেনে স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে গোপনে যুদ্ধ চালাতে থাকে। ৭৫ এ বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে ৭১ এ তাদের পরাজয়ের প্রতিশোধ নেয়।

বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর সামরিক শাসক জিয়া কর্তৃক পুনর্বাসিত হয়ে তাদের প্রত্যক্ষ মদদে পরাজিত সাম্প্রদায়িক জঙ্গিবাদি শক্তি রাষ্ট্র সমাজে নিজেদের অবস্থান তৈরি করতে শুরু করে। দীর্ঘ সামরিক শাসন কবলিত দেশে সাম্প্রদায়িক জঙ্গিবাদী রাজনীতি রাষ্ট্রের আশ্রয় প্রশ্রয়ে মদদে শক্তি সঞ্চয় করে।

বক্তারা জঙ্গিবাদ নির্মূলে সব দেশপ্রেমিক, শুভবুদ্ধি সম্পন্ন রাজনৈতিক শক্তি ও ব্যক্তিকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।

বৈঠকের বক্তব্য রাখেন- জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট ইমদাদুল হক এমদাদ, জেলা জাসদের সহ-সভাপতি হেলাল উদ্দিন আঙ্গুর, আব্দুল হাকিম বেগ, যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন বাবু, জাসদ নেতা মুক্তিযোদ্ধা আজিজুল হক খান বুলু, প্যালেস মিউজিয়ামের পরিচালক জাহিদুল ইসলাম খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি এবিএম জিয়াউল হক বাবলা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব খলিলুর রহমান খলিল, ব্যবসায়ী আব্দুল কাফী বেগ, অ্যাডভোকেট আহসান হাবিব সরকার, জনপ্রতিনিধি আব্দুল বাছেদ মেম্বার, জেলা জাসদ নেতা ফারুক হোসেন, সিদ্দিকুল আলম মামুন, সদর উপজেলা জাসদের সভাপতি হারুনার রশিদ, শহর জাসদের সভাপতি রবীন্দ্রনাথ দাস রঞ্জন, সাংগঠনিক সম্পাদক আতিকুজ্জামান তুহিন, জেলা যুবজোটের সাধারণ সম্পাদক ওবায়দুল হক, শ্রমিক নেতা মকবুল হোসেন, আনছার আলী, আশরাফ আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
এমবিএইচ/জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ