ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অন্যান্য দল

রামপাল প্রকল্প বন্ধের দাবিতে গণফোরামের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
রামপাল প্রকল্প বন্ধের দাবিতে গণফোরামের মানববন্ধন

রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গণফোরাম। বুধবার (৩০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।

ঢাকা: রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গণফোরাম।

 

বুধবার (৩০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।

গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহাসীন মন্টু বলেন, কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র আমরা চাই। তবে যে বিদ্যুৎকেন্দ্র আমাদের কৃষি, মৎস্য, মানুষের ক্ষতি করে সে বিদ্যুৎকেন্দ্র চাই না। অবিলম্বে রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধের দাবি জানাচ্ছি।

তিনি বলেন, সুন্দরবন আমাদের ঐতিহ্য। রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হলে সুন্দরবনের ক্ষতি হবে। আমরা তা হতে দিতে পারি না। রামপাল বন্ধের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করছি।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
আরএটি/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ

welcome-ad