ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

অন্যান্য দল

সোমবার বঙ্গভবনে যাচ্ছে ন্যাপসহ ৩ দল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
সোমবার বঙ্গভবনে যাচ্ছে ন্যাপসহ ৩ দল

ঢাকা: নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে আলোচনা করতে তার সরকারি বাসভবন বঙ্গভবনে যাচ্ছে বাংলাদেশ ন্যাপসহ  তিনটি দল।

সোমবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় খেলাফত মজসিল, বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ ন্যাপ এবং বিকেল ৫টায় গণফ্রন্ট রাষ্ট্রপতির সঙ্গে এ আলোচনায় বসবে।

নতুন ইসি গঠন নিয়ে এরইমধ্যে ২৩টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছেন রাষ্ট্রপতি।

গত ১২ জানুয়ারি ন্যাপসহ আরও ৮টি দলকে বঙ্গভবনে ডাকেন তিনি। সেই ডাকে প্রথম সাড়া দিয়েই সোমবার দল তিনটি বঙ্গভবনে যাচ্ছে।

এ বিষয়ে বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বাংলানিউজকে জানান, সোমবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় দলের চেয়ারম্যান জেবেল রহমান গানির নেতৃত্বে ১১ সদস্য’র একটি প্রতিনিধি দল বঙ্গভবনে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
এজেড/ওএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ