শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ নগরীর ব্রহ্মপুত্র নদের পাড়ের সাহিত্য সংসদ আঙিনায় বীক্ষণের ১৭১৯তম আসরের আয়োজন করা হয়। ‘বিউপনিবেশীকরণ: মাতৃভাষায় শিক্ষা ও জাতীয় জাগরণ’ সংক্রান্ত আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
জোনায়েদ সাকি বলেন, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ জঙ্গিবাদ দমনের জন্য লড়াই করতে পারেনি। একদিকে অপারেশন, অন্যদিকে আপস হয়েছে। হেফাজতীদের জমি-জমা দিচ্ছে। পাঠ্যপুস্তকে তাদের পছন্দের বিষয় অন্তর্ভুক্ত করছে।
তিনি বলেন, জাতিগত ও ধর্মীয় পরিচয়ের মধ্যকার বিরোধ ভারতবর্ষের রাজনীতিতে নির্ণায়কের জায়গায় রয়েছে। ভারতবর্ষের কোথাও গণতান্ত্রিক সংগ্রাম সাফল্যের মুখ দেখেনি। বাঙালিত্বের শরীরে মুসলমানের জায়গা হয়নি। বাঙালি বনাম মুসলমানের মধ্যে ধাক্কাধাক্কি চলছে। বিএনপি ও আওয়ামী লীগের বিভাজনও এটার অংশ।
মুক্তিযোদ্ধা বিমল পালের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কবি সংগঠক স্বাধীন চৌধুরী।
এ সময় কবি ইয়াজদানী কোরায়শী কাজলসহ তরুণ কবি ও সাহিত্যিকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
এমএএএম/জিপি/এএ