ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

মুক্তিযোদ্ধা বাছাই কার্যক্রম, ওয়ার্কার্স পার্টির উদ্বেগ

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
মুক্তিযোদ্ধা বাছাই কার্যক্রম, ওয়ার্কার্স পার্টির উদ্বেগ

ঢাকা: মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। দলের নেতা-কর্মীরা মনে করছে, এই প্রক্রিয়া অব্যাহত থাকলে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে।

দলের সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত দুই দিনব্যাপী সভায় শনিবার (১৮ ফেব্রুয়ারি) পলিটব্যুরোর প্রস্তাবে বলা হয়, মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ে বড় ধরনের দুর্নীতি, দলবাজি হচ্ছে। একইসঙ্গে প্রকৃত ম‍ুক্তিযোদ্ধারা হয়রানির শিকার হচ্ছেন।

এই প্রক্রিয়া অব্যাহত থাকলে ভুয়া মুক্তিযোদ্ধা বাদ যাওয়ার বদলে- সংখ্যা আরও বাড়বে।

সভা থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও মুক্তিযোদ্ধা সংসদের দৃষ্টি আকর্ষণ করে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

সভার শুরুতেই পার্টির পলিটব্যুরোর সদস্য ও জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি হাফিজুর রহমান ভুঁইয়া ও পাবনা জেলা কমিটির সদস্য আজম খানের মৃত্যুতে শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। পাশাপাশি সদ্য প্রয়াত জাতীয় সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

এদিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ