দলের সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত দুই দিনব্যাপী সভায় শনিবার (১৮ ফেব্রুয়ারি) পলিটব্যুরোর প্রস্তাবে বলা হয়, মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ে বড় ধরনের দুর্নীতি, দলবাজি হচ্ছে। একইসঙ্গে প্রকৃত মুক্তিযোদ্ধারা হয়রানির শিকার হচ্ছেন।
সভা থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও মুক্তিযোদ্ধা সংসদের দৃষ্টি আকর্ষণ করে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
সভার শুরুতেই পার্টির পলিটব্যুরোর সদস্য ও জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি হাফিজুর রহমান ভুঁইয়া ও পাবনা জেলা কমিটির সদস্য আজম খানের মৃত্যুতে শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। পাশাপাশি সদ্য প্রয়াত জাতীয় সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
এদিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
এটি