ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অন্যান্য দল

পিলখানায় শহীদ সেনাদের স্মৃতিস্তম্ভে এনডিএফ’র শ্রদ্ধা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
পিলখানায় শহীদ সেনাদের স্মৃতিস্তম্ভে এনডিএফ’র শ্রদ্ধা  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পিলখানায় হত্যাকাণ্ডের শিকার শহীদ সেনাদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ)।

এনডিএফ’র আহ্বায়ক শেখ শওকত হোসেন নিলুর নেতৃত্বে শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা সদস্যদের স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পণ করেন জোট নেতারা।

ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর উপস্থিত সাংবাদিকদের শেখ শওকত হোসেন নিলু বলেন, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে পিলখানা হত্যাকাণ্ড এক কলঙ্কজনক অধ্যায়।

এ দিনটা আমাদের জাতীয় জীবনে নিদারুণ শোকের দিন। দিনটিকে আমরা জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণার দাবি জানাচ্ছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন, তৃণমূল ন্যাপ ভাসানীর চেয়ারম্যান পারভীন নাসের খান ভাসানী, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিস, ন্যাশনাল আওয়ামী পার্টি’র (ন্যাপ ভাসানী) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল হাই সরকার, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) চেয়ারম্যান এ কে এম মহিউদ্দিন আহম্মেদ বাবলু, বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট শেখ শহিদুজ্জামান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির মজুমদার, ইসলামিক পার্টির মহাসচিব মহিউদ্দিন আহমেদ, জাতীয় স্বাধীনতা পার্টির মহাসচিব মিজানুর রহমান মিজু, বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেসের মহাসচিব মো. রফিকুল ইসলাম, এনডিপির মহাসচিব কাজী আমানুল্লাহ মাহফুজ, ন্যাশনাল পিপলস্ পার্টির(এনপিপি) প্রেসিডিয়াম সদস্য মিসেস আনজুমান খানম, মো. বাবুল সরদার চাখারী, মিসেস আশা সিদ্দিকা, মো. আনিসুর রহমান দেওয়ান, ভাইস চেয়ারম্যান ডা. আলতাফ হোসেন, যুগ্ম মহাসচিব সৈয়দ মাহমুদুল হক আক্কাছ, জিয়া জামান খান প্রিন্স, শামিমা মাসুদ লিপি প্রমুখ।
 
স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে পিলখানা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর পর দোয়া ও মোনাজাত করেন এনডিএফ নেতারা। দোয়া পরিচালনা করেন ন্যাশনাল পিপলস্ ওলামা পার্টির কেন্দ্রীয় সভাপতি মাওলানা নূর মোহাম্মদ সিরাজী।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
এজেড/ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ