ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অন্যান্য দল

জননিরাপত্তায় কঠোর অবস্থান নিন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, মার্চ ১, ২০১৭
জননিরাপত্তায় কঠোর অবস্থান নিন এনপিপি’র চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু

ঢাকা: ধর্মঘটকারীদের হাত থেকে সাধারণ মানুষের জান-মাল রক্ষায় সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু।

পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘটের মধ্যে বুধবার (০১ মার্চ) দুপুরে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এ আহ্বান জানান।

শেখ শওকত হোসেন নিলু বলেন, আকস্মিক ধর্মঘট ডেকে একটি বিশেষ মহল দেশকে সম্পূর্ণ জিম্মি করে ফেলেছে।

দেশবাসী এখন চরম দুর্ভোগে পতিত। অথচ এই ধর্মঘটের নেপথ্যে রয়েছেন সরকারেরই একজন প্রভাবশালী মন্ত্রী।

‘আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকার্ষণ করে বলতে চাই, কাল বিলম্ব না করে পরিবহন কর্মকর্তাদের ডেকে ধর্মঘট প্রত্যাহারের ব্যবস্থা করুন ও জননিরাপত্তায় প্রয়োজনে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন’- বলেন এনপিপি চেয়ারম্যান।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, ১৬ কোটি মানুষ কোনো স্বার্থন্বেষী মহলের হাতে জিম্মি থাকতে পারে না। কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়। সুতরাং জনগণের চরম দুর্ভোগের কথা চিন্তা করে এখনই ব্যবস্থা নিতে হবে।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭
এজেড/এএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ