ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অন্যান্য দল

না’গঞ্জে যুবদলের বিক্ষোভে পুলিশের বাধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
না’গঞ্জে যুবদলের বিক্ষোভে পুলিশের বাধা না’গঞ্জে যুবদলের বিক্ষোভে পুলিশের বাধা- ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা নাশকতার মামলার চার্জশিট দেওয়ার প্রতিবাদে নারায়ণগঞ্জে
জেলা ও মহানগর যুবদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (০৯ মার্চ) দুপুরে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকা থেকে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও বিকেলে মহানগর যুবদলের মিছিল বের করা হয়। দু’টি মিছিলই পুলিশের বাধার মুখে পড়ে বলে অভিযোগ পাওয়া যায়।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সভাপতি মোশাররফ হোসেনের নেতৃত্বে বিক্ষোভে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন শিকদার ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহআলম মুকুল প্রমুখ।

অন্যদিকে, মহানগর যুবদলের মিছিলে নেতৃত্ব দেন মহানগর যুবদলের আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। এতে উপস্থিত ছিলেন- যুগ্ম আহ্বায়ক রানা মুজিব ও যুবদল নেতা আল আমিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
এসআরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ