শুক্রবার (২১ এপ্রিল) বিবেল সাড়ে ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শ্রমজীবী সমিতির সভাপতি বাচ্চু ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন শ্রমজীবী সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি বেলায়েত শিকদার, সাংগঠনিক সম্পাদক মনির উদ্দীন পাপ্পু, কেন্দ্রীয় অর্থ সম্পাদক তরিকুল সুজন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, নারী সংহতির কেন্দ্রীয় নেতা জান্নাতুল মরিয়ম তানিয়া, আইনুল হক-সহ কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতারা।
সভাপতির বক্তব্যে বাচ্চু ভুইয়া বলেন, বাংলাদেশে আজ মেহনতি মানুষের জীবনের সংকটাবস্থা অতীতের সকল রেকর্ড অতিক্রম করেছে। মুক্তিযুদ্ধের চ্যাম্পিয়ন দাবিদার মহাজোটের আওয়ামী লীগ সরকার রাষ্ট্রক্ষমতা কাজে লাগিয়ে জনগণের সম্পদ লুটপাট করছে, জনগণের ওপর তীব্র শোষণ-নির্যাতন চালিয়ে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছে। ঘরে ঘরে বিদুৎ-গ্যাস নাই। কুইক রেন্টাল পদ্ধতি চালু করে বিদ্যুতের দাম বাড়িয়ে নিজেদের কুইক মুনাফার বন্দোবস্ত করেছে।
বিকল্প কাজের ব্যবস্থা না করে হকার উচ্ছেদের তীব্র নিন্দা জানিয়ে বাচ্চু ভুইয়া বলেন, শ্রমজীবী মানুষকে অভুক্ত রেখে দেশে কোনো গণতন্ত্র হতে পারে না।
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
এমজেএফ/