গত ৪ ও ৫ মে সংগঠনটির ১২তম কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার পর শনিবার (৬ মে) এ নতুন কমিটি ঘোষণা হয়েছে।
সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া ২৯ সদস্যবিশিষ্ট কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন— সহ-সভাপতি পদে ফরহাদ জামান জনি; সহ-সাধারণ সম্পাদক পদে কাঁকন বিশ্বাস ও উম্মে হাবিবা বেনজির; সাংগঠনিক সম্পাদক পদে সাদিক রেজা ও মশিউর রহমান খান রিচার্ড; অর্থ সম্পাদক পদে ইসরাত জাহান; দপ্তর সম্পাদক পদে এমএইচ রিয়াদ; রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক পদে তাহসিন মাহমুদ; প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রত্যয়ী মিজান; সমাজকল্যাণ সম্পাদক পদে শাওন কারিম; আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক পদে কিংশুক কিঞ্জল; স্কুল বিষয়ক সম্পাদক পদে কামাল হোসেন রবিন ও তথ্য গবেষণা সম্পাদক পদে আশরাফুল হক ইশতিয়াক।
এছাড়া সদস্য পদে দায়িত্ব পেয়েছেন- শওকত আলী, খাদিজা আক্তার অন্তরা, হাসান কামরুল, মির্জা ফখরুল ইসলাম, নবীন আহমেদ, শুভ দেব, অনিমেশ বাছাড়, মামুন হোসেন, আসিফ ইকবাল সাজু, রুপোশ সালাম, রবিউল ইসলাম রনি, জাহিদুল আলম আল জাহিদ, তমশ্রী দাস ও সৈকত মল্লিক।
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, মে ০৬, ২০১৭
এইচএ/