ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অন্যান্য দল

ফতুল্লায় জামায়াত-শিবিরের ৫ কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, মে ১৮, ২০১৭
ফতুল্লায় জামায়াত-শিবিরের ৫ কর্মী আটক ফতুল্লায় জামায়াত-শিবিরের ৫ কর্মী আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় জিহাদি বইসহ জামায়াত-শিবিরের পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ মে) রাতে ফতুল্লার ভূইগড়ের জোড়‍া পুকুরপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ভূইগড় এলাকার সাহাবুদ্দিনের ছেলে সোহেল (২৮), একই এলাকার মৃত আলা চাঁন মেম্বারের ছেলে আইয়ুব আলী (৪৫), আবদুল মালেক মিয়ার ছেলে মো. ইয়ার আলী (২৮), পশ্চিম ধর্মগঞ্জ এলাকার মৃত আহাম্মদ ভূইয়ার ছেলে খোরশেদ ভূইয়া (৪৮) ও একই এলাকার আজিজ বেপারীর ছেলে মাঈন উদ্দিন বেপারী (৪৮)।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ মে (বুধবার) রাত ১১টায় ভূইগড় জোড়পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে জিহাদি বইসহ জামায়াত-শিবিরের পাঁচ কর্মীকে আটক করা হয়েছে।

আটকরা নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন সরকারি স্থাপনা, পাওয়ার হাউজ, রেলপথ, টেলি যোগাযোগ স্থাপনা, যানবাহন, তেলের ডিপোসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় ধ্বংসাত্মক ও নাশকতামূলক কর্মকাণ্ডে পরিচালনা করার জন্য সংঘবদ্ধ হচ্ছিলো বলে জানান ওসি কামাল উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, মে ১৮, ২০১৭
জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ