ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অন্যান্য দল

রাজশাহীতে শিবিরের ঝটিকা মিছিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৭ ঘণ্টা, মে ২৫, ২০১৭
রাজশাহীতে শিবিরের ঝটিকা মিছিল

রাজশাহী: মাহে রমজানকে স্বাগত জানিয়ে রাজশাহীতে ঝটিকা মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল সাড়ে ৬টার দিকে মহানগরীর তেরোখাদিয়া এলাকা থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামের সামনে হয়ে মহানগরীর বর্ণালীর মোড়ে গিয়ে শেষ হয় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৬টার দিকে কয়েকশ ছাত্রশিবির নেতাকর্মী এ মিছিলে অংশ নেয়। এসময় পুলিশ আসার আগেই তারা মিছিল শেষ করে ঘটনাস্থল ত্যাগ করেন। মিছিলের শুরুতে তারা দলীয় স্লোগান দিলেও পরে মাহে রমজানকে স্বাগত জানিয়ে স্লোগান দেন।

জানতে চাইলে মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বাংলানিউজকে বলেন, মিছিলের খবর পেয়ে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়। কিন্তু কাউকে পাওয়া যায়নি। ’

তবে, প্রত্যক্ষদর্শীরা পুলিশকে মিছিলের কথা জানিয়েছেন বলে জানান রাজপাড়া থানার এ পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, মে ২৫, ২০১৭
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ